29239

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

বরুড়া  প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মুফতী আলী আকবর ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার।

বিশেষ অতিথি ছিলেন অলীতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব হযরতুল আল্লামা আলহাজ মহি উদ্দিন খান লতিফী, আল আরাফা গ্রুপের চেয়ারম্যান মোঃ জোবায়ের হোসেন জুয়েল, কুমিল্লা জেলা তরীকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, আহলে সুন্নাত ওয়াল কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরতুল আল্লামা মুহতাসিম বিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেকুর রহমান, কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহা সচিব মুহাম্মদ মাসুদ হোসেন আল কাদরী, সাংগঠনিক সচিব মাওলানা মোঃ আবদুল মতিন, কাঠালিয়া দরবার শরীফের পীর সাহেব শামসুদ্দোহা বারী।

ads

সাধারণ সম্পাদক মাওলানা মোঃ খোরশেদ আলম (এম এ) ও সাংগঠনিক সম্পাদক মুফতি মোঃ শাহজাহান সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক জাকির হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার হোসেন জিহাদী, শশাইয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আনোয়ার হোসেন, প্রবীন আলেমদীন মাওলানা ফজলুল হক, বরুড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আক্তার হোসেন, পৌরসভা ৯নং ওয়ার্ড কাউন্সিলর রোটাঃ শাহিনুর হোসেন, শাহপুর দরবার শরীফের খলিফা মৌলভী মোঃ শাহ আলম, খোশবাস দক্ষিণ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ জোহর আলী সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন মাদ্রাসার প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

সোমবার সকাল ১০টার পুর্বেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুলুস সহকারে অলীতলা লতিফীয়া দরবার শরীফ, মোঃ সুমন মিয়ার নেতৃত্বে মইনিয়া যুব ফোরাম, মাইজভান্ডার দরবার শরীফ, আবদুল কাদের রেজভীর নেতৃত্বে রেজভীয়া দরবার শরীফ, পীরজাদা মাওলানা নুরুল্লাহ খন্দকার এর নেতৃত্বে মাহাদীয়া দরবার শরীফের পক্ষ থেকে ফিকাপ, সিএনজি, অটোরিকশা, ও মটর সাইকেল নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হয়। শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ads
ad

পাঠকের মতামত