29094

আড্ডা ইউপি নির্বাচনে নৌকার দৌড়ে এগিয়ে দুলাল কোম্পানি

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছে নির্বাচন কমিশন। আগামী নভেম্বরের ২৮ তারিখ এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে ইউনিয়নে নির্বাচনী আমেজ বয়ে বেড়াচ্ছে। রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী নির্ধারণ করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

ads

এ ইউনিয়নে নৌকার টিকিট পেতে যাদের দৌড়ঝাঁপ, তাদের মধ্যে আলোচনার তুঙ্গে রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি দুলাল মিয়া কোম্পানি। ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের বরাত দিয়ে জানা গেছে, আড্ডা ইউনিয়নে দুলাল মিয়া কোম্পানিতে মুগ্ধ সকল নেতৃবৃন্দ।

সৎ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ দুলাল কোম্পানি পেশায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হলেও রাজনৈতিক সফলতায়ও সমান অর্জন রয়েছে তার। এ ইউনিয়নের ১৯টি গ্রামের বেশিরভাগ মানুষ তাদের প্রার্থী চয়েসের তালিকায় দুলাল মিয়া কোম্পানিকে শীর্ষে রেখেছেন।

ads

দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীতা বাছাই হবে ইউনিয়নের তৃণমূল নেতৃবৃন্দের ভোটের উপর। আড্ডা ইউনিয়ন আওয়ামীলীগের ৭৯জন ইউনিয়ন কমিটির বিভিন্ন পদের সদস্য এবং ১৫জন উপদেষ্টাসহ এ কমিটিতে ৮৪জন রয়েছেন। এই ৮৪জনের ভোটের সংখ্যাগরিষ্ঠতার উপর নির্ধারণ হবে কে পাচ্ছেন নৌকার টিকিট। ৮৪ ভোটের মধ্য থেকে ৪৩ ভোট পাওয়া ব্যক্তিটিই হবেন এ নির্বাচনে নৌকার মাঝি।

ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সেক্রেটারিসহ কমিটির বেশিরভাগ হেভিওয়েট প্রার্থীর পছন্দের শীর্ষে থাকা দুলাল কোম্পানি নৌকার টিকিট পাওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন। মেজরিটি জনগণেরও পছন্দের তালিকায় রয়েছেন দুলাল কোম্পানির নাম।

গেলো বারের নির্বাচনেও নৌকার টিকিট পেয়ে বিদ্রোহী প্রার্থীর বিষোদগারে মাঠে না আসতে পারা এবং ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দকেও মাঠে নামাতে ব্যর্থ হওয়ার ভুলগুলো শুধরে নতুন কৌশলে মাঠ গুছিয়েছেন দুলাল কোম্পানি। ইউনিয়ন আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গেলো বারের নির্বাচনের পুনরাবৃত্তি হতে দেবেন না তারা। ফলে, সার্বিক দিক থেকে নৌকার টিকিট পেতে দৌড়ানো নেতাদের মধ্যে দুলাল কোম্পানি সবার শীর্ষে রয়েছেন।

ad

পাঠকের মতামত