28877

অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত ’ক্লাস কনটেন্ট নির্মাণ বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকের হাতে সার্টিফিকেট তুলে দেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান।

ads

অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবঃ অধ্যক্ষ কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয় ও কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সদস্য হাসান ইমাম মজুমদার ফটিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ, অধ্যাপক শাহাজাহান৷

ads

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, নিজেকে সমৃদ্ধ ও দক্ষ করতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। পেশাগত দক্ষতা অর্জনের লক্ষে প্রাপ্ত প্রশিক্ষণ বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।শিক্ষকতার পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে যার যার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

ad

পাঠকের মতামত