28395

সৌদি আরবে শুরু হচ্ছে প্রথম অফিসিয়াল মহিলা ফুটবল লীগ

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবে মহিলা জাতীয় ফুটবল দল গঠনের জন্য আসন্ন মাসগুলিতে এই প্রথম মহিলা ফুটবল লীগ চালু করতে চলেছে, সৌদি ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইয়াসার আল-মিশাল এমনটি ঘোষণা করেছেন।

সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত রিয়াদে ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল-ফয়সালের উপস্থিতিতে আল-মিশাল গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করেন এবং আনুষ্ঠানিক ভাবে মহিলা জাতীয় ফুটবল দল গঠনের ঘোষণা করেন।

ads

আল-মিশাল বলেন, আমরা সব অঞ্চলের প্রতিযোগিতার সংখ্যা ২০২৫ সালের মধ্যে ৫০ টি প্রতিযোগিতায় উন্নীত করতে কাজ করছি ।

তিনি বলেন যে, আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিযোগিতার আবকাঠামো নবায়ন করে প্রতিভার দক্ষতা সনাক্ত ও বিকাশের জন্য প্রযুক্তির ব্যবহার করে সৌদি ফুটবল ব্যবস্থার বিকাশ করা এবং আরো অনেক লক্ষ্য যা সৌদি ফুটবলের জন্য একটি আশাব্যঞ্জক ভবিষ্যৎ তৈরিতে অবদান রাখবে।

ads

তিনি আরোও উল্লেখ করেন যে, ব্যাপক কৌশল অবলম্বন করে সৌদিআরবের ফুটবলকে বহিঃবিশ্বের একটি অভিজাত এবং উন্নত দেশ হওয়ার জন্য সঠিক পথে নিয়ে যাবে।আমরা একটি জাতীয় দল তৈরির লক্ষ্যে কাজ করছি যা ২০৩৪ সালের মধ্যে সেরা ২০ এর মধ্যে থাকবে।

ad

পাঠকের মতামত