27944

বরুড়ায় “ওরাই আপনজন” সংগঠনের উদ্যেগে করোনা যোদ্ধাদের সন্মাননা প্রদান

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলা “ওরাই আপনজন” সংগঠনের উদ্যেগে শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে করোনা যোদ্ধাদের সন্মাননা প্রদান করা হয়েছে।

সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম।

ads

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পৌর মেয়র মোঃ বকতার হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিশাত সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোঃ নাহিদ আহমেদ, হাবিব ব্যাংক ম্যানেজার মোঃ শাহানুর আলম।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ওরাই আপনজন সংগঠনের যুগ্ম সম্পাদক ইন্জিনিয়ার খালেদ ইবনে মতিন বাপ্পী, খোশবাস বার্তার সম্পাদক মোঃ ইউনুছ, দেন নগরে কবি সোহেল রানা, নারী অধিকার ফোরামের সভাপতি শাকিলা জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজহার সুমন, তাকওয়া ফাউন্ডেশন টিম লিডার মোঃ আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাশ দাফনের টিম লিডার মাওঃ হাফেজ ইব্রাহিম খলিল, গাউছিয়া মানবিক কমিটির টিম লিডার মাওলানা মোঃ আবদুল হান্নান প্রমুখ।

ads

অনুষ্টানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন।

জাতীয় সংগীত পরিবেশন করেন অভিষেক বকসী ও শাকিলা জামান।

করোনার শুরু থেকে এ পর্যন্ত যারা বিভিন্ন কাজে অবদান রেখেছেন ডাক্তার, স্টাফ নার্স, স্বাস্থ্য কর্মী,সামাজিক কর্মী,উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এমন ৭১ জন ও এগারটি সামাজিক সংগঠন কে সন্মাননা প্রদান করা হয়। অনুষ্টানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত