27042

কুমিল্লায় শোক দিবসে শিশু পরিবারে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু পরিবারে বঙ্গবন্ধুর উপর রচনা ও চিত্রাংকর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন, আলোচনা সভা, দোয়া মুনাজাত, পুষ্টিকর ফল বিতরন ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। ফলের মধ্যে ছিল পেয়ারা, আমরা, মালটা, আমলকি ও লটকন।

রোববার রাতে সংরাইশ সরকারি শিশু পরিবারে আলোচনা সভা ও দোয়া মুনাজাতে প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান।

ads

শিশু পরিবারের উপ-তত্ত¡াবধায়ক শরফুন্নাহার মনির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি ও শিশু পরিবার পরিচালনা কমিটির সদস্য মোঃ সাইফ উদ্দিন রনী, ক্যামেরা পারসন আলমগীর কবির, শিশু পরিবারের শিক্ষক ও নিবাসীবৃন্দ।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর আলোচনা শেষে ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

ads

পরে শিশু পরিবারের সদস্যদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন কনা হয়। খাবার তালিকায় ছিল কাটারিভোগ চালের ভাত, কবুতরের মাংশ ও বোয়াল মাছ।

ad

পাঠকের মতামত