26325

পর্দা নামল টোকিও অলিম্পিকের

স্পোর্টস ডেস্ক: মহামারী করোনার মধ্যেই দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টোকিও অলিম্পিক। ১৭ দিনে ৩৩৯টি পদকের লড়াই শেষে রোববার পর্দা নামে। ২০২৪ সালে প্যারিসে হবে পরের অলিম্পিক।

রোববার টোকিও অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া সাতটায় ঢাউস মশাল নিভিয়ে দেওয়ার মাধ্যমে শেষ হলো আধুনিক অলিম্পিকের ৩২তম আসর।

ads

সমাপনী অনুষ্ঠানে টোকিওর মেয়র ইউরিকো কোইকে পতাকা তুলে দেন আইওসি প্রেসিডেন্ট টমাস বাখের হাতে। তিনি সেটা তুলে দেন আগামী আসরের আয়োজক শহর প্যারিসের মেয়র আন হিদালগুর হাতে।

ads

বিদায়ী ভাষণে আইওসি প্রেসিডেন্ট বাখ বলেন, খেলাধুলার ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আপনারা আমাদেরকে অনু্প্রাণিত করেছেন। মহামারীর কারণে জাপানকে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল, এ কারণে এটি আরও বেশি অসাধারণ। আপনাদেরকে ধন্যবাদ।

৩৯টি স্বর্ণ, ৪১টি রুপা ও ৩৩টি ব্রোঞ্জসহ ১১৩টি পদক নিয়ে এবারের আসরে শীর্ষে যুক্তরাষ্ট্র। আর ৩৮টি স্বর্ণ, ৩২টি রুপা ও ১৮টি ব্রোঞ্জসহ ৮৮টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে চীন।

ad

পাঠকের মতামত