25348

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগে মানুষের পাশে থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: দেশের সীমান্তে সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যান্তরে নানান দুর্যোগে জনগনের পাশের থাকার জন্য বিজিবির সদস্যদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে বিজিবি। এছাড়া সীমান্তে অতন্দ্র পাহারা দিয়ে দেশের মানুষের মন জয় করেছে এই বাহিনী। এই বাহিনীকে আরো দায়িত্বশীল হয়ে সীমান্তে কাজ করতে হবে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সশস্ত্র সালাম প্রদানের মধ্য দিয়ে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ads

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, বর্ডার গার্ড বাংলাদেশ-৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সুরুজ মিয়াসহ বিজিবির বিভিন্ন স্তরের সদস্যরা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে ৯৬তম রিক্রুট ব্যাচের সেরা চৌকস রিক্রুট হিসেবে ১ম স্থান অধিকারী আব্দুল কাদের জিলানী এবং অন্যান্য বিষয়ে সেরা সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন। ৯৬তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ চলতি বছরের ৩১ জানুয়ারি শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এ প্রশিক্ষণে মোট ২৪৮ জন রিক্রুট প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

ads
ad

পাঠকের মতামত