23478

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

কুবি প্রতিনিধি: করোনা মহামারি সংক্রমণে আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। স্বাস্থ্যবিধি মেনে ও স্বাস্থ্য সুরক্ষা ব্যবহার করে রোববার (১৩ জুন) সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগের মিডটার্ম ও চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। পরীক্ষার পাশাপাশি সীমিত পরিসরে শুরু হয়েছে প্রশাসনিক কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, প্রথম দিন ৮টি বিভাগের বিভিন্ন বর্ষের ১১টি চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ads

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী ১৩ জুন থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা শুরু করেছি আমরা। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্ব্বোচ গুরুত্ব দিয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক মাস্ক পরা, ক্লাসরুম-ওয়াশরুম পরিস্কার করা হয়েছে। অনুষদসমূহের সামনে সাবান-পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরীক্ষার হলে স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত