23303

দক্ষিণাঞ্চলে বেশি করে সাইলো নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: দেশের দক্ষিণাঞ্চলে বেশি করে সাইলো নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৮ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ads

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, দক্ষিণাঞ্চলে যেন বেশি করে সাইলো করা হয়। ভোলা, পটুয়াখালী, বরগুনা– এসব জায়গায়। এসব জায়গায় প্রচুর ধান হয়, সুতরাং সাইলো যেন নির্মাণ করা হয়।’

প্রধানমন্ত্রীর আরও নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘স্লুইচ গেট নিয়ে প্রধানমন্ত্রীর আপত্তি আছে। স্লুইচ গেট নিয়ে আমাদের খরচ হয়, পরে সেটা কাজে লাগে না। প্রধানমন্ত্রী বলেছেন, এটা ঠিক না। মূলকথা হলো পানির প্রবাহে অস্বাভাবিক কোনো বাধা সৃষ্টি করবেন না।’

ads

মন্ত্রী বলেন, ‘টিস্যু কালচার নিয়ে প্রধানমন্ত্রী অনেকক্ষণ কথা বলেছেন। তিনি বলেছেন, আরও টিস্যু কালচারে আমাদের যেতে হবে। কৃষিমন্ত্রী জানালেন যে, আমরা আরও বীজে টিস্যু কালচার করে স্বয়ংসম্পূর্ণ। আগে প্রায় পুরোটা আনতে (আমদানি) হতো।’

এম এ মান্নান বলেন, ‘আলু রফতানির জন্য চেষ্টা করতে হবে। কারণ এটা নিয়ে কথা উঠেছিল যে, আমরা আমরা আলু রফতানি শুরু করেছিলাম। আলুতে সমস্যা হওয়ার কারণে বিদেশিরা কিনতে চায় নাই।’

ad

পাঠকের মতামত