21533

বুড়িচংয়ে ব্রি ধান ৮৯ ও ৯২ এর ফসল কর্তন উপলক্ষে কৃষক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লা এর আয়োজনে ”ব্রি ধান ৮৯ এবং ব্রি ধান ৯২ এর ফসল কর্তন ও চাষাবাদ উদ্বুদ্ধকরণ কৃষক সমাবেশ” অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানটি শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার মহিষমারা গ্রামে অনুষ্ঠিত হয়৷

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ শাহজাহান কবির, মহা পরিচালক ব্রি, গাজীপুর।

ads

ড. আমিনুল ইসলাম, সিএসও ও প্রধান,ব্রি, কুমিল্লা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ হোসেন, পিএসও, ব্রি,কুমিল্লা, আনন্দ চন্দ্র দাস উপ-পরিচালক (বীজ বিপণন), মোঃ নিগার হায়দার খান, উপ পরিচালক (বীবি), বিএডিসি,কুমিল্লা, ড. মোঃ মামুনুর রশিদ, এসএসও, ব্রি, কুমিল্লা, মোছাঃ আফরিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার, বুড়িচং, কুমিল্লা।

ad

পাঠকের মতামত