21221

চীনের উদ্যোগে বৈঠকে বসছেন দক্ষিণ এশিয়ার পাঁচ পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলা নিয়ে আলোচনার জন্যে চীনের উদ্যোগে দক্ষিণ এশিয়ার পাঁচ পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসছেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও আফগানিস্তান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা ভার্চুয়ালি অংশ নেবেন।

সোমবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দক্ষিণ এশিয়ার ৫ পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন। এতে মূলত করোনাভাইরাসের ভ্যাকসিন বা টিকা সংরক্ষণ ও সহজে পাওয়ার বিষয় নিয়ে আলোচনা হবে।

ads

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ঢাকা পোস্টকে জানান, করোনাভাইরাসের টিকা সংগ্রহে রাখার জন্য পাঁচটি দেশকে নিয়ে একটি প্ল্যাটফর্ম করতে চায় চীন। যেন জরুরি প্রয়োজনে এসব রাষ্ট্র টিকা পায়। এ প্ল্যাটফর্মে থাকতে আপত্তি নেই বাংলাদেশের। তবে প্ল্যাটফর্মটি চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে।

কূটনৈতিক সূত্র বলছে, চীনের উদ্যোগে গঠিত হতে যাওয়া ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ নামের প্ল্যাটফর্মে বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা হতে পারে।

ads
ad

পাঠকের মতামত