20870

কাতারে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

ডেস্ক নিউজ: কাতারে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করা হয়েছে। ১৭ এপ্রিল কাতারস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়। করোনাভাইরাস সংক্রান্ত স্থানীয় বিধিনিষেধ মেনে সীমিত পরিসরে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সকল শহিদের আত্মার মাগফেরাত এবং জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ads

দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।

এই উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার গঠনের প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধকালীন কার্যক্রম উপস্থাপন করেন।

ads

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত।

ad

পাঠকের মতামত