20467

করোনা প্রতিরোধে কুমিল্লা জেলা তথ্য অফিসের প্রচার প্রচারণা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা তথ্য অফিস করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লা জেলা ব্যাপী বিভিন্ন সচেতনতামূল বার্তা প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে ।

জেলা তথ্য অফিসের প্রচার কর্মীরা কুমিল্লা মহানগর এলাকাসহ জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় করণীয় বিষয়ে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য সচেতনতামূলক বার্তা প্রচার করছে। প্রত্যন্ত গ্রামেগঞ্জে ও হাট-বাজারে নিয়মিতভাবে মানুষের মাঝে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাড়িতে অবস্থান করা, গণজমায়েত না হওয়া, হোম কোয়ারান্টাইন এবং জেলা প্রশাসন কর্তৃক জারীকৃত গণবিজ্ঞাপ্তিসমূহ মাইকিং এর মাধ্যমে প্রচার করছে। এর ফলে জেলার মানুষের মাঝে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

ads

কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক জানিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসাধারণকে সচেতন করতে প্রচার কার্যক্রম অব্যাহত আছে।

ads
ad

পাঠকের মতামত