19133

মনোহরগঞ্জে উপজেলা প্রশাসন ও ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নিউজ ডেস্ক: ‘মুজিববর্ষে শপথ করি, প্লাষ্টিক দূষণ রোধ করি’ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

পরে কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মনোহরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ কার্য্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা প্রকৌশলী আল-আমিন সরদার, মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, সহ-সভাপতি নুরুল আলম হিরণ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী চৌধুরী সেলিম, আইন বিষয়ক সম্পাদক মারুফুর রহমান, নির্বাহী সদস্য শেখ জসিম উদ্দিন, আনিসুর রহমান শামীম, বেলাল হোসেন, আব্দুল বাকী মিলন, তৌহিদুল ইসলাম প্রমুখ।

সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, নকল পণ্য উৎপাদন ও সরবরাহ, হোটেল রেস্তোরায় বাসি খাবার পরিবেশন, খাদ্যদ্রব্যে ক্যামিকেল মিশ্রণ বন্ধসহ ভোক্তাদের অধিকার সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান বক্তারা। আলোচনা সভা ও র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মনোহরগঞ্জ উপজেলা শাখার সকল সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত