19007

মুজিববর্ষ উপলক্ষে বুড়িচংয়ে ছাত্রলীগের উদ্যোগে ক্রিকেটের ফাইনাল খেলা

এন.সি জুয়েল: কুমিল্লার বুড়িচংয়ের বাকশীমুল ইউনিয়নের ফকির বাজার ছাত্রলীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে ক্রিকেটের ফাইনাল খেলা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। টাইগার্স অব লোহাইমুড়ি বনাম পাহাড়পুর একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় টাইগার্স অব লোহাইমুড়ি চ্যাম্পিয়ন ও পাহাড়পুর একাদশ রানার আপ এ উন্নীত হয়। প্রবীণ শিক্ষক মো. আলী আহাম্মদ মাস্টারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা
(দ.) জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সম্পাদক ও বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. আবদুর রশীদ, বাকশীমুল ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক জয়নাল হোসেন শামীম, বাকশীমুল ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শিক্ষানুরাগী অধ্যক্ষ মীর মো. ছলিম উল্লাহ সেলিম, বাকশীমুল ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মো. মফিজুল ইসলাম, ঠিকাদার মো. খোরশেদ আলম ও বাকশীমুল ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী এমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো. আমজাদ হোসেন, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মতিউর রহমান খান রুমেল, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আশরাফুল্ ইসলাম খান রাসেল, বাকশীমুল ইউপির প্যানেল চেয়ারম্যান মো. লিটন রেজা, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. তারেক খন্দকার, মো. খাইরুল ইসলাম খসরু, মো. জহিরুল ইসলাম, মহিলা মেম্বার মোসা. ইয়াসমিন আক্তার, বাকশীমূল ইউনিয়ন আওয়ামী যুবলীগ মো. আবদুস ছালাম, ছাত্রলীগ নেতা কাজী গোলাম কিবরিয়া। সার্বিক দায়িত্বে ছিলেন অভি চৌধুরী ও মেজবাহ আহমেদ তুষার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা ইঞ্জি. সোহেল ও আরিফ, আদিল, পিনাক, সাখাওযাত হোসেন, সাইফুল ইসলাম রাজিব, পারভেজ বাবুসহ অন্যান্য ক্রিড়ামোদী বিপুল সংখ্যক দর্শকমন্ডলী। খেলার ধারাভাষ্যকারে ছিলেন বিশিষ্ট ধারা ভাষ্যকার মো. সামশুল হক সানী।
মুজিব বর্ষ উপলক্ষে বুড়িচং ফকির বাজার ছাত্রলীগের উদ্যোগে ক্রিকেটের ফাইনাল খেলায় পুরস্কার বিতরন করছে অতিথিবৃন্দ।

ad

পাঠকের মতামত