18302

বিশ্ববিদ্যালয় এবং কলেজ খুলে দেয়া উচিত

এড. আনিসুর রহমান মিঠু: বাংলাদেশে করোনাভাইরাস আছে এটা জনগণ ভুলেই গেছে। যারা মাস্ক পরে, তারা করোনা নয় প্রশাসনের ভয়ে পরে৷ গরীব জনগোষ্ঠী এসব নিয়ে মোটেও চিন্তিত নয়।

সর্বত্র বিশাল জানাজা, জুম্মা মসজিদ, বাস, সিএনজি, কোর্ট, খেলা, রাজনৈতিক মিছিল, পুলিশি জটলা, হাট বাজার কোথাও করোনা ভীতি নেই। দু এক জন কে মাস্ক পরা দেখলে সবাই ভাবে, সে হয়তো করোনা আক্রান্ত !

ads

বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী আছে, যাদের জীবন মান সমন্ধে আমাদের ধারনা নেই। গরীবের মেধাবী সন্তানদের একটা বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে।

এ সকল ছাত্র ছাত্রীরা প্রাইভেট পরিয়ে নিজের খরচ জুগিয়ে, বাবা মা’র জন্য টাকা পাঠায়।

ads

মেধাবী ছাত্রছাত্রীদের অনেক বড় একটা টিকে আছে শুধুই টিউশনি করে। এরা ভীষণ বিপদে আছে। বিপদে আছে তাদের পরিবারও।

এদের কথা আমরা চিন্তা করা উচিৎ। এরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। অর্গানিক মেধাবী এরাই।

এ সকল ছাত্রছাত্রীরা যদি কোন কারনে ঝরে পরে যায় , সেটা হবে দেশের জন্য আত্মঘাতী।

আমি মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী জানাচ্ছি , এদের কথা চিন্তা করে, অন্তত কলেজ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলো খুলে দিন।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, শুধু স্কুল কলেজেই করোনা, আর কোথাও করোনা নেই।

ad

পাঠকের মতামত