17149

চৌদ্দগ্রামের নতুন মেয়র মীর হোসেন মীরু

মাইনুল হক: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মীর হোসেন মীরু নৌকা প্রতীকে জয়ী হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, আওয়ামী লীগ প্রার্থী মীর হোসেন মীরু ১৫ হাজার ৯২৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুণ অর রশীদ পেয়েছেন ১ হাজার ৮৮০ ভোট।

ads

বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাসান শাহারিয়ার খাঁ মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩ ভোট এবং বেলাল হোসেন মিয়াজী জগ প্রতীকে পেয়েছেন ৩ ভোট।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোশারফ হোসেন, ২নং ওয়ার্ডে সাইফুল ইসলাম পাটোয়ারী, ৩নং ওয়ার্ডে শরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ডে কামাল উদ্দিন, ৫নং ওয়ার্ডে বদিউল আলম পাটোয়ারী, ৬নং ওয়ার্ডে মফিজুর রহমান, ৭ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম শাহীন, ৮নং ওয়ার্ডে কাজী বাবুল ও ৯ নং ওয়ার্ডে মিজানুর রহমান জয়ী হয়েছেন।

ads

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে কহিনুর আক্তার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ফিরোজা বেগম ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে আমেনা বেগম জয়ী হয়েছেন।

চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ২৮ হাজার ১শ’ ৯৭ জন। পুরুষ ১৪ হাজার ৪৩ জন এবং মহিলা ভোটার ১৪ হাজার ১শ’ ৫৪ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি ওয়ার্ডে ১২টি ভোট কেন্দ্রে ৭৫টি বুথে ভোটগ্রহণ করা হয়।

ad

পাঠকের মতামত