16446

‘নিরাপদ চালক চাই’ সংগঠনের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়, সাবধানে চালালে গাড়ি, নিরাপদে ফিরবে বাড়ি, এই স্লোগানকে সামনে রেখে ‘নিরাপদ চালক চাই’ এর উদ্যোগে ইংরেজী মুজিববর্ষ ও ইংরেজী নববর্ষ উপলক্ষে সড়ক দূর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষার্থে মাস্ক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় সম্মুখে ‘নিরাপদ চালক চাই’ সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লার নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদ, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিমুল আহসান, ডিআইওয়ান মোঃ মাইনুদ্দিন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক৷

ads

অনুষ্ঠানে অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন মাস্টার, ‘নিরাপদ চালক চাই’ সংগঠনের উপদেষ্টা ক্যাপ্টেন (মেরিন) জিয়াউল হাসান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা কাজী মমিনুল হক, কবি ফখরুল হুদা হেলাল, নজরুল ইনিস্টিটিউটের পরিচালক মোঃ আল আমিন, সমতটের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জামাল উদ্দিন দামাল, শিক্ষিকা নাছিমা বিশ্বাস, আনিছুর রহমান আখন্দ, মোঃ আব্বাস উদ্দিন, গীতি কবি সফিকুল ইসলাম ঝিনুক, মোঃ বেলায়েত হোসেন, অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, জোসনা আক্তার, জোনাকী মুন্সী, নাছিমা আক্তার, তুলি চৌধুরী, বিলকিস হাসানি এরিকা, শেলী আক্তার, তানজিনা আক্তার রোমানা, খোকন চন্দ্র, মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক মোঃ খোরশেদ আলম, আসাদুল হক, মোঃ সিরাজুল ইসলাম, নিলঞ্জন দাস, আবির, ফয়সাল, সাজ্জাদ, সাহাবুদ্দিন, মামুন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাহাত চৌধুরী৷

ads

সভাপতিত্ব করেন মোঃ আজাদ সরকার লিটন প্রধান সমন্বয়ক ‘নিরাপদ চালক চাই’, কুমিল্লা, বাংলাদেশ। সংগঠনের সদস্যরা কুমিল্লা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লিফলেট ও মাস্ক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

ad

পাঠকের মতামত