15951

সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের নবনির্মিত ম্যূরাল উদ্বোধন

মাইনুল হক: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সুরশিল্পী শচীন দেব বর্মনের নবনির্মিত স্মৃতি ম্যূরাল উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় কুমিল্লা নগরীর চর্থার শচীন দেববর্মনের বাড়ীতে নব-নির্মিত প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ৷

পরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ads

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কুমিল্লায় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের মতো আরো অনেক জ্ঞানী গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগঠক ও শিল্পী সাহিত্যিকের জন্ম দিয়ে শিক্ষা সংস্কৃতির ঐতিহ্যপূর্ণ সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত। শচীন দেব বর্মন নিজেই ঐতিহ্যপূর্ণ বাংলার গীতি কবিতাকে পাক-ভারত উপমহাদেশে সুরে ও সঙ্গীতে সমৃদ্ধ করেছেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, স্বাগত বক্তব্য রাখেন- শচীন দেব বর্মনের ম্যুরাল নির্মাতা বিশিষ্ট ভাস্কর্য ও চিত্রশিল্পী উত্তম গুহ। বক্তৃতা করেন- প্রফেসর আমীর আলী চৌধুরী, গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, অতিরিক্ত পিপি এডভোকেট গোলাম ফারুক, সাংস্কৃতিক সংগঠক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি পাপড়ী বসু।

ads

অনুষ্ঠানে সুর শিল্পী শচীন দেব বর্মন রচিত সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন কুমিল্লা জেলা কালচারাল অফিসার আয়াজ মামুদ৷

ad

পাঠকের মতামত