15459

দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) ৩১ বার তোপধ্বনী’র মধ্যে দিয়ে বিজয় দিবসের শুভ শুচনা করা হয়।

পরে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু ম্যুরালে এবং মুক্তিযোদ্ধা চত্ত্বরে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি, প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামীলীগ , জাতীয় পার্টি , বিভিন্ন রাজনীতিক সংগঠন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি প্রতিষ্ঠান, সুশীলসমাজ নেতৃবৃন্দ,সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক সহ আরো অনেকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক চিত্রাঅংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ads

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা -৪ (আসনের) দেবিদ্বার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, দেবিদ্বার উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. গিয়াস উদ্দিন, চান্দিনা থানা অফিসার ইনচার্জ মো. জহিরুল আনোয়ার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ মহিলা সদস্য শিরিন সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কাজী আবদুস ছামাদ সহ আরো অনেকে।

ads
ad

পাঠকের মতামত