15355

বেগম রোকেয়া দিবসে সদর দক্ষিণে পাঁচ জয়িতাকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক: “কমলা রঙের বিশ্বে নারী,বাধার পথ দেবেই পাড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা বুধবার (৯ ডিসেম্বর) উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।

ads

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা।

ads

বক্তারা বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলেই দেশ পরিচালনা থেকে শুরু করে বর্তমানে প্রশাসনের সকল স্তরেই বাংলার নারীরা আজ প্রতিষ্ঠিত।
এছাড়াও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেও সরকার আন্তরিকতার সাথে কাজ করছে।

বক্তারা আরো বলেন, নারীদের পিছনে রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে এ দেশের নারীদের নিয়েই এগিয়ে চলতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল খুলদ, লিগ্যাল এইডের প্রতিনিধি নার্গিস আক্তার প্রমুখ।

ad

পাঠকের মতামত