15328

আদ্রা দক্ষিণ ইউপি ৮নং ওয়ার্ড উপ নির্বাচনে লড়ছেন ৩ প্রার্থী

নিউজ ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির ৮ নং ওয়ার্ড উপ-নির্বাচনে, নির্বাচনের তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৭ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর। ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।

উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১হাজার ৮শ ২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯শ ৮ জন এবং মহিলা ভোটার ৮শ ৯৪ জন। যাচাই বাছাই শেষে একমাত্র নারী প্রার্থী সাবেক মেম্বার আবুল কালামের মেয়ে মোসাম্মদ কাউছার আক্তার কাপেয়া আপেল প্রতীক,তরুণ প্রার্থী কামরুজ্জামান সুমন ফুটবল প্রতীক ও আবুল কাশেম হাজারী লড়ছেন মোরগ প্রতীক নিয়ে।

ads

প্রচারনার শেষদিনে প্রার্থীরা মাইকিং, মিছিল, গনসংযোগে ব্যাস্ত সময় পার করছেন।

উল্লেখ্য ইউপি সদস্য আবুল কালামের মৃত্যুজনিত কারণে সদস্য পদ শূণ্য হওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ads
ad

পাঠকের মতামত