12913

“বঙ্গবন্ধুর বই প্রীতি ও সাহিত্য প্রেম” শীর্ষক মুজিববর্ষের বিশেষ সেমিনার

স্টাফ রিপোর্টারঃ কেন্দ্রীয় নির্বাহী কমিটি,বাংলাদেশ পাঠাগার আন্দোলন ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ এর আয়োজনে গত ১৮ সেপ্টেম্বর, ২০২০ শুক্রবার, রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার “বুকল্যান্ড লাইব্রেরি”র পাঠকক্ষে আয়োজিত হয়েছে মুজিব জন্মশতবর্ষের বিশেষ সেমিনার। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু উক্ত অনুষ্ঠান।

সমগ্র দেশ হতে আগত প্রায় অর্ধ শতাধিক গণগ্রন্থাগার এর সভাপতি ও সাধারণ সম্পাদক দের অংশগ্রহণে
কুমিল্লা-রংপুর-কুষ্টিয়া এর সাবেক পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি মালিক খসরু স্যারের উপস্থিতিতে পাঠাগার আন্দোলন ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশন এর ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সাত্তার, ডাকসুর সাবেক সদস্য ও ঢাবির ছাত্রলীগের সহ-সভাপতি জনাব মাহমুদুল হাসান, সাবেক মহাসচিব মীর্জা ওবায়দুর রহমান, কুমিল্লা টাউন হল ও বীর চন্দ্র গণপাঠাগারের কাউন্সিলর আবুল কাশেম, কেন্দ্রীয় পাঠাগার আন্দোলন নেতা আমানুল্লাহ আমান, এবি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সজিবুর রহমান খান, কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ফয়জুন্নেসা পাঠাগারের সভাপতি ফয়জুন্নেসা সিমা, বুকল্যান্ড লাইব্রেরির সাধারণ সম্পাদক এম মাসুমুজ্জামান,সহ সভাপতি ফারহানা, আনোয়ার আল হক, রংপুর মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি রেজাউল ইসলাম রেজা, নুরজাহান পাঠাগারের সভাপতি নাজমুল করিম ডলার, কুমিল্লার হাজী আল মন্তু পাঠাগারের সাধারণ সম্পাদক মোস্তফা, দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুর সাবা, মাগুড়া জেলা মহিলা যুবলীগের সভাপতি লায়লা আক্তার, বাংলাদেশ টেলিভিশন এর নাট্যজন ফয়েজ আহমেদ, কুমিল্লা বরুড়ার সাহস লাইব্রেরি এর সাধারণ সম্পাদক ও কুমিল্লা বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ এর সহ- সভাপতি সবুর বাদশা, তরুণ কবি ও লেখক আরিফুর রহমান, ঠাকুরগাঁও জেলার পাঠাগার উদ্যোক্তা আরফান আলী, নীলফামারীর আলমগীর হোসেন ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাব্বু মহোদয়, ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার এস এস রুশদী, জয়পুরহাট এর শাহজাহান বাবু, সেলুন লাইব্রেরির উদ্যোক্তা মোঃ জামাল হোসাইন প্রমুখ৷

ads

বক্তারা সেমিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বইপ্রীতি ও সাহিত্য প্রেম নিয়ে বিশদ আলোচনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় কমিটির বোর্ড মিটিং এর মাধ্যমে দেশের ২,৫০০ হাজার বেসরকারি গণগ্রন্থাগার এর ভাগ্য ও মান উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও রংপুর জ্ঞানালোক গ্রন্থাগারের সভাপতি মোঃ নাসিম আহমেদ।

ads
ad

পাঠকের মতামত