12734

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারীর বৈঠক

নিউজ ডেস্ক: সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম-বার গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আহমেদ আল যুবায়ের এর সাথে সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে অভ্যর্থনা জানান সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল বিন আহমেদ আল যুবায়ের।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (প্রটোকল) রাষ্ট্রদূত আজজাম অল কাইনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান এস এম আনিসুল হক, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং এর প্রথম সচিব ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ads

বৈঠককালে রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম-বার মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট সমস্যায় প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা সহ বাংলাদেশিদের বিষয়ে সৌদি সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাজকীয় সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

ads

রাষ্ট্রদূত হিসেবে যোগ দেয়ার পর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে এটাই তার প্রথম বৈঠক।

বৈশ্বিক করোনাভাইরাস এর মধ্যেও রাষ্ট্রদূত হিসেবে যোগ দেয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সৌদি আরবে অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক, কূটনৈতিক কোরের ডিন মিস্টার দিয়া ইদ্দিন বামাখরামা এর সাথে বৈঠক করেন। এছাড়া জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করেন এ সময় কনস্যুলেটে সেবা নিতে আসা সাধারণ প্রবাসীদের সাথে কথা বলেন। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ফয়সাল আহমেদসহ কনস্যুলেটের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন৷

ad

পাঠকের মতামত