12164

শেখ হাসিনাকে কটুক্তির প্রতিকার চেয়ে কুমিল্লার আদালতে মুক্তিযোদ্ধার মামলা

মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের ডালপা গ্রামের খুরশিদ মিয়ার ছেলে আবু মুছা ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করেছেন। উক্ত ঘটনার প্রতিকার চেয়ে ডালপা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মুক্তিযোদ্ধা সফিউল্লাহ বাদী হয়ে কটুক্তিকারী আবু মুছা ভুইয়ার বিরুদ্ধে কুমিল্লার ৮নং আমলী আদালতে একটি মামলা করেন (যার নং সি-আর-২১৩/২০)।

বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসরিন জাহান উর্মি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জেলা গোয়েন্দা শাখার ওসিকে নির্দেশ দেয়। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল।

ads

এ দিকে উক্ত কটুক্তির প্রতিবাদে ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডালপা বাজারে এক প্রতিবাদ সমাবেশ আন্দিকুট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাঙ্গরা উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার মনির খান, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলেক মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক নুরু মিয়া, নজরুল ইসলাম মাস্টার, মুক্তিযোদ্ধা সফিউল্লাহ, ইউপি সদস্য জালাল উদ্দিন।

ads

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাদির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবি উল্লাহ ভুইয়া, মুক্তিযোদ্ধা আব্দুল আলীম, খোরশেদ আলম, আবুল কাশেম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সদস্য সাইদুর রহমান মুকুল, ডালপা বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল মোল্লা, জানঘর স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান ভুইয়া, থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জমশেদ মিয়া ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে কথা বলার জন্য উক্ত ঘটনায় অভিযুক্ত আবু মুছা ভুইয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন রিসিভ না করায় সম্ভব হয়নি।

ad

পাঠকের মতামত