11091

কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

নিউজ ডেস্কঃ ২৯ জুলাই বুধবার ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন চাঁনপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে প্রাইভেটকারের ভিতর লুকিয়ে গাঁজা পরিবহন করার সময় ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করে র‌্যাব-১১ এর সিপিসি-২।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার কোতয়ালি থানার উত্তর বাগবের গ্রামের বাদশা মিয়ার ছেলে মোঃ এরশাদ (৩২) এবং কুমিল্লা জেলার কোতয়ালি থানার বসন্তপুর গ্রামের জলিল মিয়ার ছেলে মোঃ শাহিন (২৬)।

ads

এসময়ে বর্ণিত প্রাইভেটকার তল্লাশী করে মোট ২০ (বিশ) কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১৯,১০০/- (ঊনিশ হাজার একশত) টাকা উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

ads

উক্ত বিষয়ে ধ্রুত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ad

পাঠকের মতামত