9704

কুমিল্লা সিটিতে নমুনা সংগ্রহের জন্য দুইটি বুথ চালু

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের করোনা লক্ষণ উপসর্গ আছে এমন ব্যক্তিদের নমুনা সংগ্রহের জন্য দুইটি বুথ চালু করা হয়েছে।

শুক্রবার থেকে এ দুটি বুথে করোনা ভাইরাসের লক্ষ্মণ আছে এমন লোকেরা এই দুইটি বুথে সকাল ৯টা থেকে দুপুর দুইটার মধ্যে নমুনা প্রদান করতে পারবেন।

ads

এর একটি কুমিল্লা সিটি করপোরেশনের জেলখানা রোডের প্রধান শাখায়, আরেকটি সিটি করপোরেশনের সদর দক্ষিণ শাখায় (পূর্বের পৌরসভা ভবন)।

গত ৩ জুন স্বাস্থ্য কমিটির সভায় এই বুথ স্থাপনের সিদ্ধান্ত হয়।
কুমিল্লার সিভিল সার্জন ডাক্তার নিয়াতুজ্জামান জানান, তিনি লোকবল দেওয়া দায়িত্বে আছেন। তিনি ৬জন কর্মী দিয়েছেন।

ads

কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর জানান, সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশন ২টি বুথ ও ১টি ভ্রাম্যমান টিম করার কথা।

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম চৌধুরী জানান, বৃহস্পতিবার লোকবল পেয়েছেন, শুক্রবার অ্যাম্বুলেন্স পেয়েছেন। শুক্রবার থেকে বুথ চালু হয়েছে।

ad

পাঠকের মতামত