9578

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

লালমাই প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের কানিয়া পুকুরপাড় গ্রামের জামাল হোসেনের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

ক্ষতিগ্রস্থরা জানান, রাতের আঁধারে ঘরের সামনে থাকা শুকনো পাতায় অজ্ঞাত ব্যক্তিরা আগুন লাগিয়েছে বলে তারা ধারণা করছেন। মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ যাবতীয় আসবাবপত্র ভস্মিভূত হয়ে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ দুর্ঘটনায় জামাল হোসেনের স্ত্রী শাহনাজ পারভীন ও শাশুড়ী চন্দ্রবান বিবি আংশিক অগ্নিদগ্ধ হয়েছেন। খবর পেয়ে সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ads

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসিন আরাফাত ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, সদর দক্ষিণ ও লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ, উপজেলা যুবলীগ নেতা কামরুল হাসান ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফুল হোসেন সৈকত, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হান্নান মিয়াজি ও সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার স্থানীয় নেতৃবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত