9522

নিজ নিজ অবস্থান থেকে যথেষ্ট ভূমিকা রেখে যাচ্ছেন কুমিল্লার ৪ কৃতি সন্তান

এড. আনিসুর রহমান মিঠু: কুমিল্লার ৪ কৃতি সন্তান নিজ নিজ অবস্থান থেকে দেশের এই ক্রান্তিলগ্নে যথেষ্ট ভূমিকা রেখে যাচ্ছেন৷

১) ডা. ফেরদৌস খন্দকার: নিউ ইয়র্কে বাড়ী বাড়ী গিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন, বাংলাদেশী আমেরিকান করোনা রুগীদের।

ads

মানুষকে অন লাইনে করোনাভাইরাস সংক্রান্ত পরামর্শ দিয়ে যাচ্ছেন।

বাংলাদেশের ডাক্তার, পুলিশ, সাংবাদিকদের দিয়েছেন পিপিই, N95 (১ নং) মাস্ক, গ্লাভস, কুমিল্লার প্রতিবন্ধীদের অর্থ ও খাদ্য সাহায্য ইত্যাদি

ads

২) শাহাদাত হোসাইন তাসলিম: আল্ রশীদ ফাউন্ডেশন এর মাধ্যমে তিনি জাতীয় ভাবে প্রতিদিন গড়ে ১০/১২ করোনা মৃতের লাশ দাফন করে যাচ্ছেন, এ পর্যন্ত ১০০ ‘র কাছাকাছি লাশ দাফন হয়ে গেছে। ঢাকা সহ সারা দেশেই তিনি কাজ করছেন ।

আঞ্জুমানে মফিদুল ইসলাম ধর্ম মন্ত্রনালয়কে লাশ দাফনে অপারগতা প্রকাশের পর তাসলিম সাহেব আল্ রশীদ ফাউন্ডেশন গঠন করেন এবং সাতটি ফ্রিজিং লাশ টানার গাড়ী, কয়েকটি এম্বুলেন্স নিজ টাকায় কিনেন৷ তাছাড়া ত্রিশ জন স্বেচ্ছাসেবককে ট্রেনিং দিয়ে লাশ ধোয়া ও দাফন কাজে নিয়োজিত করেন।

৩) ইউসুফ মোল্লা টিপু: কুমিল্লা মহানগরে এ পর্যন্ত আটটি লাশ নিজে উপস্থিত থেকে দাফনকাজ সম্পাদন করেছেন তিনি। নিজ এলাকাজুড়ে যথেষ্ট ত্রাণও দিয়েছিলেন।

৪) আবু কাউসার অনিক: কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় ৪১ সদস্য বিশিষ্ট হ্যালো ছাত্রলীগ হট লাইন চালু করেন। দেবিদ্বারে করোনা মৃত প্রায় সকল লাশের দাফন তারাই করেছেন৷

আমাদের এই বীর যোদ্ধাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের জন্য শুভ কামনা করছি, মহান আল্লাহ্‌ যেন তাদের সুস্থ রাখেন।

আমার বিশ্বাস তাদের দেশপ্রেম, কর্ম পদ্ধতি, সাহসীকতা আরো অনেককেই মানবতার সেবায় আত্মনিয়োগে উৎসাহিত করবে।

তোমাদের এই ঋণ
কোন দিন শোধ হবে না৷

ad

পাঠকের মতামত