8940

৬শ’ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য তুলে দিলেন প্রবাসী হারাধন রায়

তিতাস প্রধিনিধি: করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে টানা সাধারণ ছুটিতে শ্রমজীবী মানুষের দুর্দশা এখন চরমে। বিশেষ করে রিক্সাওয়ালা, হকার কিংবা সরকারের ট্রেড লাইসেন্স ও শ্রম আইনের অধীনে নেই এরকম অপ্রাতিষ্ঠানিক খাতের কয়েক কোটি শ্রমজীবী এখন ভবিষ্যত নিয়ে অন্ধকারে।

তাদের পাশে দাঁড়িয়েছেন মানবিক বন্ধু কাতার প্রবাসী বাবু হারাধন রায়।

ads

১১ মে সকাল ১১ টায় মাছিমপুর গ্রামে নিজ বাসগৃহে তিনি ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল তুলে দেন। সেই সাথে কিছু মানুষকে দিয়েছেন নগদ অর্থও।

চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া। অতিথি হিসেবে আরও ছিলেন তিতাস উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস- চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, বলরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর নবী, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, তিতাস উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার,কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল, কবির আহমেদ মাষ্টার, শংকর সূত্রধর, অরুণ দাস, হাসান মাহমুদ অপু, আলমগীর হোসেন, যুবলীগ নেতা হানিফ মিয়া, রিপন হাসান নিপু, মিজান সরকার ও ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক মাহমুদ প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত