8634

প্রধানমন্ত্রীর উপহার কৃষিতে বাড়ছে প্রযুক্তির ব্যবহার

নিউজ ডেস্ক: শ্রমিক সঙ্কটের কারণে এবার বোরো ধান কাটা নিয়ে কৃষকরা পড়েছেন বিপাকে। সময়ের চাহিদা মেটাতেই মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জাপানের তৈরি অত্যাধুনিক ধান কাটার মেশিন ‘কম্বাইন্ড হারভেস্টার’। প্রায় ৫০ ভাগ প্রনোদনায় প্রদান করা এ যন্ত্র দিয়ে একই সঙ্গে ধান কাটা, মাড়াই এবং বস্তাজাত করা যায়। ধান কাটার অত্যাধুনিক এই মেশিনটি পেয়ে কৃষকদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ, খরচ কমে গেছে প্রায় অর্ধেক।

ads

শনিবার (২ মে) দুপুরে আমড়াতলী ইউনিয়নের কাটানিসার গ্রামে কৃষিতে নতুন প্রযুক্তি ব্যবহার সরজমিনে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুল। অপর দিকে ২০১৯ সালে মানননীয় প্রধানমন্ত্রী বিনামূল্যে কুমিল্লা সদর উপজেলায় ২ টি আধুনিক ধান কাটার মেশিন উপহার দেন। কুমিল্লা নন্দিত জননেতা হাজী বাহার এমপি প্রধানমন্ত্রীর এ উপহার তুলে দেন পাঁচথুবী ইউনিয়নের জাতীয় পুরস্কারপ্রাপ্ত কালিকাপুর সমিতিকে। ওই দুটি মেশিন চলতি মৌসূমে শ্রমিক সংকটে বেশ ভূমিকা রাখছে বলে জানান স্থানীয় কৃষকরা।

ads
ad

পাঠকের মতামত