8212

হোমনায় ২শত অসহায় পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ

হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশনায় কৃপারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বশির আহমেদ এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সস্পাদক হারিছ আহমেদ’র উদ্যোগে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে করোনা ভাইরাস দুর্যোগপূর্ণ মুহূর্তে আছাদপুর ইউনিয়ন কৃপারামপুর ৮নং ওয়ার্ডে ২০০ দরিদ্রের পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ads

ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ’র সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার, ভাষানিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম, নিটল নিলয় গ্রুপের কর্মকর্তা আরাফাত হোসেন সরকার, বিশিষ্ট সমাজ সেবক মো.জাকির হোসাইন সরকার, উপজেলা তাঁতীলীগের আহবায়ক হারুন, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ, সোহা এন্ড সাফা এন্টপ্রাইজের স্বত্বাধিকারী শামসুজ্জামান, আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম সরকার, চান্দরচর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো.জাকারিয়া, আছাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.সাজ্জাত হোসেন (সজল), আছাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোমেন সরকার, আছাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক, মো.মোমেন রাজ, রামকৃষ্ণপুর কলেজের ছাত্রলীগ সভাপতি মো. শুভ রাজ, চান্দেরচর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল সরকার প্রমুখ।

এছাড়া কুমিল্লা-২ হোমনা-তিতাস সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী’র) নিজস্ব অর্থায়নে প্রতিদিন হট লাইনের মাধ্যমে বিভিন্ন স্থানে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

ads
ad

পাঠকের মতামত