8145

পৃথিবীটা মানুষের একার নয়

কবিতা

মাসুক আলতাফ চৌধুরী

ads

খাঁচাবন্দি মানুষ
মুক্ত পশু-পাখি,
ধোঁয়াহীন বাতাসে বিশুদ্ধ অক্সিজেন
প্রাণভরে নিচ্ছে নিঃশ্বাস ধরিত্রী,
অথচ মানুষের নাকে মুখোশ-
মৃত্যু ভয়ের ।
সহজেই কানে আসে
সন্ধ্যায় লক্ষ্ণীপেচার চিৎকার
কোকিলের কলতান ।
জলকেলিতে মেতেছে ডলফিন-শুশুক
মানুষের সড়কে বেড়াচ্ছে
বাঘ,ময়ূর,বনরুই।
রসদ আর বাসস্থান-
নিয়েছি ছিনিয়ে ,
শুধু খাদ্যে নয়
সৌখিনতায় আর উদ্দামতায়
বলি হয়েছে বহু জীবকুল।
সভ্য উর্ধতনের লড়াইয়ে
নিঃচিহ্ন হয়ে গেছে তারা।
দাপুটে মারণ ক্ষমতার পরমাণু অস্ত্র
তারপরও অসহায় মানুষ।
মানুষের মৃত্যু মিছিলে
সঙ্গী কেউ নেই।
ঘোর সংকটে
ভাল থাকা শিখছি
হাত ধুয়ে ধুয়ে।
ওরাও সহযাত্রী-
সামনের কুকুর,গাছের পাখি
খেতে দিন,জল খাওয়ান।
টিকে থাকতে হলে
ভালবাসা চাই-
পৃথিবী শুধুই
আপনার আর আমার নয়।

(নির্মাণঃ করোনাকাল, প্রকাশঃ ২১ এপ্রিল ২০২০)

ads
ad

পাঠকের মতামত