7755

কুমিল্লা ১০ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ আটক-৪

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কমুয়া বিওপির টহলদল অভিযান পরিচালনা করে ফেনী জেলার ফুলগাজী উপজেলাধীন সীমান্ত পিলার ২১৩০/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “পৈথারা” নামক স্থান হতে ২০ বোতল ফেন্সিডিল (৮,০০০/-) এবং ০১ টি মোটর সাইকেলসহ (২,০০,০০০/-) ০২ জন মাদক সেবনকারী (১) মোঃ মোস্তফা মাছুম (৪২), পিতা-বজলুর রহমান, গ্রাম-সোনাপুর এবং (২) মোঃ নুরুল ইসলাম (৪০), পিতা-আঃ গোফরান, গ্রাম-বিরিঞ্চি উভয়ের পোষ্ট-ফেনী সদর, থানা+জেলা-ফেনী’দ্বয়কে আটক করে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। অপর একটি অভিযানে বৌয়ারা বাজার বিওপির টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮৫/৬-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “সূর্যনগর” নামক স্থান হতে ০২ টি ইয়াবা ট্যাবলেট (৬০০/-), ০১ বোতল ফেন্সিডিল (৪০০/-) এবং ০১ টি মোটর সাইকেলসহ (২,০০,০০০/-) ০২ জন মাদক সেবনকারী (১) মোঃ মাহমুদুল হাসান (২৫), পিতা-মোঃ মনিরুজ্জামান, গ্রাম-চরথা চৌমুহনী এবং (২) মোঃ অভি ইসলাম (২৪), পিতা-মৃত জামাল হোসেন, গ্রাম-দক্ষিণ চরথা উভয়ের পোষ্ট-মোগলটুলি, থানা-কোতয়ালী ও জেলা-কুমিল্লা’দ্বয়কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং ৫,০০০/- টাকা করে অর্থ জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১৬৩ বোতল ফেন্সিডিল (৬৫,২০০/-), ০৩ কেজি গাঁজা (১০,৫০০/-) এবং ৫৯৪৮ টি ইয়াবা ট্যাবলেট (১৭,৮৪,৪০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২২,৬৯,১০০/- (বাইশ লক্ষ ঊনসত্তর হাজার একশত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত