7538

প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলে ২০ কোটি টাকা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত পুলিশের

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা কার্যক্রম ও দরিদ্র মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর তহবিলে ২০ কোটি টাকা দেবে পুলিশ। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জ্যেষ্ঠতার ভিত্তিতে এই অনুদানের টাকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। গত ৩০ মার্চ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে আগামি ৫ এপ্রিলের মধ্যে পুলিশ সদস্যদের টাকা দিতে বলা হয়েছে। এরপর সব টাকা অনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর তহবিলে হস্তান্তর করা হবে।

চিঠিতে বলা হয়েছে, করোনা মোকাবিলায় সরকারের সাহায্যের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর তহবিলে ২০ কোটি টাকা জমা করার পরিকল্পনা নেয়া হয়েছে। এজন্য আগামী ৫ এপ্রিলের মধ্যে অতিরিক্ত আইজিপি পদের সমমর্যাদার কর্মকর্তারা ২০ হাজার, ডিআইজি ১৫ হাজার, অতিরিক্ত ডিআইজি ১৩ হাজার, পুলিশ সুপার ১২ হাজার, অতিরিক্ত পুলিশ সুপার ৮ হাজার ও সহকারী পুলিশ সুপার পদে কর্মকর্তরা পাঁচ হাজার টাকা করে অনুদান দেবেন। পরিদর্শকসহ এর নিচের বিভিন্ন পদের কর্মকর্তাদের অনুদানের পরিমাণও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

ads
ad

পাঠকের মতামত