7397

করোনা ভাইরাস; অসহায়দের পাশে কুমিল্লার “আলোকিত বজ্রপুর”

মাইনুল হক: বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম। পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। বর্তমানে পুরো বিশ্ব থমকে গেছে করোনা ভাইরাসের কারণে৷ বাংলাদেশেও এর মারাত্মক প্রভাব পড়েছে৷ করোনা ভাইরাসের কারণে লকডাউন হয়ে যাচ্ছে শহর-বন্দর-গঞ্জ। বড় সংকট এখন। বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে খেটে খাওয়া মানুষ বর্ণনাতীত দুঃখ-কষ্টে দিনযাপন করছে৷ তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাচ্ছে৷ তাদের পাশে দাঁড়ানো মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এই মুহূর্তে অসহায় মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা প্রয়োজন।

এমন দুঃসময়ে অসহায় মানুষদের পাশে এক মহৎ উদ্যোগ নিয়েছেন কুমিল্লা মহানগরীর “আলোকিত বজ্রপুর”৷ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে আলোকিত বজ্রপুর এর ব্যানারে হতদরিদ্র দিনমজুর ৫৪ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় চাউল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও সাবান বিতরণ করা হয়।

ads

“আলোকিত বজ্রপুরে’র” সদস্যরা জানান, আমরা দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে আছি এবং থাকব৷ দেশের এই ক্রান্তিলগ্নে আমরা সমাজের বিত্তবানদের প্রতি অসহায় দিনমজুর মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি৷

 

ads
ad

পাঠকের মতামত