6957

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: আরফানুল হক রিফাত

স্টাফ রিপোর্টার: কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার বিকল্প কিছু নেই। বর্তমান সময়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এখনই সচেতনতা গড়ে তুলতে না পারলে এটা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মহামারী আকার ধারণ করতে পারে, ঝরে যেতে পারে অজস্র প্রাণ। মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা মহানগর ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি ।

এসময় তিনি আরো বলেন, কুমিল্লায় এখনো সেভাবে করোনা ভাইরাস প্রভাব ফেলতে পারেনি। এর প্রভাব বিস্তারের আগে থেকেই কুমিল্লা মহানগর সহ সারা কুমিল্লা এবং সারাদেশের মানুষকেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ads

কুমিল্লা মহানগর ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কবির হোসেন ভূইয়ার সভাপতিত্বে লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোঃ ইসহাক, সহ-সভাপতি আবুল হোসেন মেম্বার, সহ-সভাপতি হোসনেয়ারা আজম মায়া, ২১নং ওয়ার্ড যুবলীগের সদস্য নাজমুল ইসলাম শাওন, ২১নং ওয়ার্ড স্বেচ্চাসেবকলীগের সভাপতি রবিন, সাধারণ সম্পাদক শাকিল, ২১নং ওয়ার্ড শ্রমিকলীগের আহ্বায়ক মোস্তাক আহমেদ হুমায়ূন, ২১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন মজুমদার, আরিফ, পিয়াস, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হেলাল হোসেন নয়নসহ ২১নং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কুমিল্লা সড়ক ভবনের সামনে থেকে শুরু করে ২১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা।

ads
ad

পাঠকের মতামত