6379

মনোহরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

মনোহরগঞ্জ প্রতিনিধি: ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কুমিল্লার মনোহরগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পহেলা মার্চ রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ads

ওইদিন সকালে বিভিন্ন বীমা কোম্পানীর উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকরা পৃথক পৃথক র‌্যালি নিয়ে মনোহরগঞ্জ সরকারি স্কুল মাঠে সমবেত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য রালি বের হয়। র‌্যালিটি মনোহরগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মানোহরগঞ্জ নিউ মডেল জোনের চীফ জোনাল ম্যানেজার মোঃ মিজানুর রহমান, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ইসলামী ডিপিএসএর এডিশনাল প্রোজেক্ট ডিরেক্টর (এপিডি) মোঃ আবুল বাশার, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ডিজিএম এহতেশামুল হক সোহাগ, রুপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর এসভিপি শাহিনুর রহমান ভূঁইয়া প্রমুখ।

ads

আলোচনা সভা যৌথভাবে সঞ্চালনা করেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সহকারী জোনাল ইনচার্জ নেয়ামত উল্লাহ ও পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর (ইসলামী ডিপিএস) এর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মোঃ আরিফুর রহমান।

ad

পাঠকের মতামত