6246

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কুবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধিঃ ভারতে মোদি সরকার কর্তৃক ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট, সিএএ নিয়ে আন্দোলনরতদের উপর সহিংস হামলা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দু’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় বক্তারা মুজিব বর্ষে একজন অসম্প্রদায়িক নেতার অনুষ্ঠানে যেন কোন সাম্প্রদায়িক নেতা না আসে সে দাবি জানান।

ads

মানববন্ধনে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী দিবস সাহা বক্তব্যে বলেন, পৃথিবীর কোন ধর্মেই মানুষ হত্যা ও উপসনালয়ে আগুন দেওয়ার কথা বলা হয়নি। যদি মোদি সরকার দ্বিতীয় বার এমন কাজ করে তাহলে এই আন্দোলন শুধু কুবিতে সীমাবদ্ধ নই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে।

ads
ad

পাঠকের মতামত