6120

কুমিল্লায় কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ইলেভেন টাইগার্স ও গ্লেডিয়েটর্স এর জয়।

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে ষষ্ঠ দিনের খেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে অংশ নেয় হেভেন টুয়েন্টি ওয়ান ও ইলেভেন টাইগার্স। দ্বিতয়ি ম্যাচে অংশ নেয় সানরাইজার্স- গ্লেডিয়েটর্স অব টেন।

শনিবারের হাইপ্রোফাইল দুটি ম্যাচে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় অংশ নেয়।

ads

উত্তেজনাপূর্ণ প্রথম ম্যাচের খেলায় ইলেভেন টাইগার্স ৫ উইকেটে জয় পায়।

ইলেভেন টাইগার্স টচে জিতে ব্যাট করতে পাঠায় হেভেন টুয়েন্টি ওয়ান দলকে৷ ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করে মুশফিকুল ইসলাম। জবাবে ইলেভেন টাইগার ১৯.৩ বলে ৫ উইকেটের জয় পায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করে মেহেদী মারুফ। দলের পক্ষে অপরাজিত থেকে ৩ উইকেট হারিয়ে ১৪ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মোশারফ হোসেন লিটন।

ads

২য় ম্যাচে সানরাইজার্সকে ৯৪ রানের ব্যাবধানে হারায় গ্ল্যাডিয়েটরস অফ টেন। টচে জিতে গ্ল্যাডিয়েটারস অফ টেন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। জয়ের লক্ষে সানরাইজার্স ব্যাট করতে নেমে ১৫.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে অল আউট হয়। গ্ল্যাডিয়েটর্স অব টেন এর মইনুল সোহেল ৫.৪ বল খেলে ৫১ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

প্রথম ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি তুলে দেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, দ্বিতীয় ম্যাচের ট্রফি তুলে দেন ক্রিকেট উপ কমিটির সম্পাদক নাসিম ইউসুফ রেইন।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, ম্যাচ রেফারি ছিলেন ক্রিকেট কমিটির সদস্য জাবেদ হাসমি।

ad

পাঠকের মতামত