6007

রামকৃষ্ণদেবের ১৮৫তম জন্মতিথিতে কুমিল্লা রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রম এর বিশেষ আয়োজন

মাইনুল হক: ভগবান শ্রী রামকৃষ্ণদেবের ১৮৫তম জন্মতিথি ও বার্ষিক উৎসব ও নবনির্মিত সাধু নিবাস সরদা ভবন দ্বারোদঘাটন উপলক্ষে কুমিল্লা রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রম এর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানটি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লার দক্ষিণ ঠাকুরপাড়ার রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়৷

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ৷

ads

কুমিল্লা রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রম এর অধ্যক্ষ স্বামী বিশ্বেশ্বরানন্দ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও লেখক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক৷

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের একটি মনোজ্ঞ বিচিত্রালেখ্য -“কল্প চিত্রে অমৃত কথা।”এটি নাটিকা ঢং এ সাজানো হয়েছে। এই কল্পচিত্রটি রচনা করেছেন বাংলাদেশ বেতার কুমিল্লা শাখা এর নারীকথা ও সোনালী প্রজন্ম বিভাগের কথিকা ও উপস্থাপিকা “পূরবী চক্রবর্ত্তী”।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ভক্তদের হাতে হাতে প্রসাদ বিতরণের বন্দোবস্ত করা হয়।

ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে ১৩ থেকে ২৫ ফেব্রুয়ারি রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরমধ্যে রয়েছে লীলা কীর্তন, যাত্রাভিনয় ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ad

পাঠকের মতামত