5834

কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩ লক্ষ ৮৪ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ একবালিয়া পোষ্টের টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮৮ হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “মেরুআলী তিন রাস্তার মোড়” নামক স্থান হতে ভারতীয় ১১০ বোতল ফেন্সিডিল (৪৪,০০০/-) টাকা এবং ০১ টি অটো বাইকসহ (২,০০,০০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ আবুল হোসেন (৩২), পিতা-মোঃ আবুল কাশেম, গ্রাম-বারপাড়া, পোষ্ট-চাঁপাপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১০ বোতল ফেন্সিডিল (৪,০০০/-), ২২ বোতল মদ (৩৩,০০০/-) এবং ৫১৫০ টি অবৈধ ট্যাবলেট (১,০৩,০০০/-), টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩,৮৪,০০০/- (তিন লক্ষ চুরাশি হাজার) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে।

ads

বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিল্লা ১০ বিজিবি’র অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী৷

ads
ad

পাঠকের মতামত