ধনেশ্বর উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
মাইনুল হক: কুমিল্লা সিটি কর্পোরেশন ২৬নং ওয়ার্ড ধনেশ্বর উচ্চ বিদ্যালয় এর ৪৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানটি আজ (৫ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদ’র প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগ নেতা ও সিবিএ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিঃ সভাপতি মোঃ আবুল খায়ের সরকার, কুমিল্লা সিটি কর্পোরেশন ২৬নং ওয়ার্ড’র কাউন্সিলর আবদুল সাত্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধনেশ্বর উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি এম এ তাহের৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ গ্রহণ করতে হবে। এছাড়া শিক্ষার্থীদেরকে লেখাপড়া শিখে সুনাগরিক ও সৎ মানুষ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাা দেওয়া হয়৷