কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ওমর ফারুকী তাপস
মাইনুল হক: কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সাদিক হোসেন মামুন পদত্যাগ করায় ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব ভার গ্রহণ করেছেন সিটিভি নিউজ ২৪ এর সম্পাদক ওমর ফারুকী তাপস৷ আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা প্রেস ক্লাবে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির জরুরি সভায় সংগঠনের নিয়ম অনুযায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুকী তাপস কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়৷
উক্ত সভায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ, আগামী ২ ফেব্রুয়ারি কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, গত সোমবার ২০ জানুয়ারি সকালে দৈনিক ইনকিলাব ও ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার কুমিল্লা স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন (সাদিক মামুন) সিনিয়র সহসভাপতি ওমর ফারুকী তাপসের নিকট তিনি তার পদত্যাগপত্র জমা দিয়ে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি সাংগঠনিক কাজে ব্যর্থতা ও ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেন।