কুমিল্লা টিভি সাংবাদিক সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে আজ বুধবার নগরীর শাসনগাছায় শতাধিক নারী ও শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসীন বাহার সূচনা।
প্রধান অতিথির বক্তব্যে তাহসীন বাহার সূচনা বলেন, আজ কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যেগে যে সব মা-চাচীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো, আশা করবো আপনাদের যত কষ্টই হউক আপনাদের সন্তানদের লেখাপড়াটাকে নিশ্চিত করবেন। কারণ আপনাদের সন্তানরা যদি লেখাপড়া করে মানুষের মত মানুষ হতে পারে তারাও একদিন আত্মমানবতার সেবায় নিয়োজিত হয়ে বঙ্গবন্ধুর ক্ষুধা-দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণ করবে।
সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণ উপলক্ষে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন রনি, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল, উত্তর দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।