সাভারে জেএমবি’র আইটি প্রধানের স্ত্রী আটকের পর পরিচয় মিলছে
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার থানার এস আই আব্দুল জলিল প্রাথমিকভাবে জানায়, শায়লা শারমিন গাজীপুর জেলার সদর থানার বহরিয়াচালা গ্রামের মো. দুলাল আহমেদের মেয়ে। শায়লা শারমিনের স্বামীর নাম তানভীর আহাম্মেদ (২৪)। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ৪৬ তম আবর্তনের আইআইটি বিভাগের শিক্ষার্থী। সে ঢাকা বনশ্রীর (ব্লক এল) মো. আলীর ছেলে।
গ্রেপ্তার নারীর রবাত দিয়ে আরও জানা যায়, গত দুই বছর আগে তাদের বিয়ে হয়। ফেসবুকের মাধ্যমে দুইজেনর পরিচয় থেকে প্রেম, তারপর বিয়ে। গত ৫ মাস আগে শায়লা বাপের বাড়ি থেকে তানভীর তাকে আশুলিয়ার গোকুলনগর এলাকায় নিয়ে এসে বসবাস শুরু করে।
ads
এদিকে তানভীর নব্য জেএমবি’র আইট প্রধান বলে নিশ্চিত করেন পুলিশ সুপার। তাকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রয়েছে বলেও নিশ্চিত করেন পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
ads