4961

শাহ আহসানুল্লাহ (র) এর জীবনাদর্শ আমাদের অনুপ্রেরণা ও পথ নির্দেশিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ফেনীর নিজপানুয়া দরবার শীরফ মাহফিল বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় “যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ (সংস্কারক) হযরত কেবলা শাহ আহসানুল্লাহ (র) এর জীবনাদর্শ আমাদের অনুপ্রেরণা ও পথ নির্দেশিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কুমিল্লা টাউনহল মিলনায়তনে এ সেমিনার অনুষ্টিত হয়। নিজপানুয়া দরবার শরীফের পীর সাহেব মুহতারাম সৈয়দ গোলাম জিলানী সেমিনারে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন, ঢাকার নারিন্দার মুশুরী খোলা দরবার শরীফের গদ্দীনিশিন পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (মাঃজিঃআঃ)। নিজপানুয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা সৈয়দ বদরুদ্দোজা জুনায়েদের উপস্থাপনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, দরবারের বিশিষ্ট মুরিদ অধ্যাপক মুহাম্মদ আবদুর রাজ্জাক, আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ঢাকা দারুল উলূম আহসানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দীন,উপাধ্যক্ষ আল্লামা এম এ কুদ্দুছ,কুমিল্লা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মতিন, চট্টগ্রাম বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ,কুমিল্লা হাসানিয়া দরবার শরীফের পরী সাহেব মাওলানা মুফতি সৈয়দ আবু বকর নোমানী আল হাসানী। কুমিল্লা ফকির বাজার মাদরসার সুপার মাওলানা হাসানাতুল্লাহ ফারুকী, কুমিল্লার প্রাক্তন পিপি এডভোকেট মজিবুর রহমান, কুমিল্লা আহলে সুন্নত ওয়াল জামাতের উপদেষ্ঠা আলহাজ¦ শাহ মুহাম্মদ আলমগীর খান। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান।

প্রধান অতিথি বক্তব্যে মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব কেবলা বলেন,এদেশে তাসাউফের সঠিক শিক্ষঅ প্রচার ও প্রসারে হযরত কেবলা শাহ আহসানুল্লাহ (র) ছিলেন যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ। তিনি এমন এক সময় এদেশে জন্মগ্রহন করেন যখন এদেশের মুসলমানগন চতুর্দিক থেকে আক্রমন ও নির্যাতনের স্বীকার হচ্ছিল। এক দিকে যেমন ইংরেজ বেনিয়ার দ্বারা মুসলমানদের কৃষ্টি কালচার হুমকির মুখে পড়ছিল অন্যদিকে মুসলিম নামদারি কিছু সার্থন্বেষি মহল এদেশকে দারুল হরব ঘোষনা করে জুমআর নামাজকে নাজায়েয ফতোয়া ঘোষনা করে। হযরত কেবলা উভয়ের মোকাবেলায় মুজাহিদের ভূমিকা পালন করেন এবং ইসলামে তাসাউফের সঠিক মর্মার্থ ও শিক্ষাকে জাতির সামনে উপস্থাপন করে একজন মুজাদ্দিদ হিসেবে আবির্ভুত হন।

ads
ad

পাঠকের মতামত