কুমিল্লাতে আযহারীর মাহফিলে মানুষের উপচে পড়া ভিড় !!
মাইনুল হক: কুমিল্লার বুড়িচংয়ে বর্তমান সময়ের আলোচিত তরুণ মুফাসসির ও ইসলামী স্কলার মাওলানা মিজানুর রহমান আল-আজহারীর ওয়াজ মাহফিলে মানুষের ঢল নামে। সোমবার (৬ জানুয়ারী) দুপুরের আগেই বুড়িচং উপজেলার নিমসারের মোকাম হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা সংলগ্ন মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সকাল ৮টা থেকেই জমায়েত হতে শুরু করেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান। নিমসার বাজার সংলগ্ন মোকাম হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা মাঠ অভিমুখে জনতার এই স্রোত আজহারীর বয়ান শুরু হওয়ার পরও অব্যাহত ছিল। দুপুর ২:৪৫ মিনিটে বয়ান শুরু করেন৷ আসরের আগ পর্যন্ত চলে বয়ান৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক আইন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ৭নং মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মুন্সি, ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার৷ ঝাউতলা বায়তুল মামু জামে মসজিদের খতিব মাওলানা মো: শাখাওয়াত বিন তাহের৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল হাসেন৷
মাদ্রাসা মাঠ ছাড়াও শ্রোতা নারী ও মুসল্লীদের জন্য আলাদা ভাবে আরো তিনটি পেন্ডেল করা হয়৷ পেন্ডেল গুলোতেও ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়৷