4448

কুমিল্লায় গলিয়ারা উত্তর ও দক্ষিণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

মাইনুল হক: কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার দুইটি ইউনিয়ন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২জন চেয়ারম্যান প্রার্থী অংশ গ্রহণ করছে৷ মেম্বার প্রার্থী ১০৫জন৷ গলিয়ারা উত্তর ইউনিয়নে ৫জন চেয়ারম্যান প্রার্থী ও দক্ষিণ ইউনিয়ন পরিষদে ৭ জন চেয়ারম্যান প্রার্থী অংশ গ্রহণ করছে৷ দুটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১,০০০৷

জেলার সদর দক্ষিন উপজেলার গলিয়ারা (উত্তর) ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করছেন মো. ওবায়েদুর রহমান এবং গলিয়ারা (দক্ষিণ) ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করছেন মো. জামাল উদ্দিন৷

ads

গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মিনহাজ হোসেন শামিম, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন নির্বাচনের বিএনপি’র মনোনিত চেয়ারম্যান প্রার্থী সহিদুল ইসলাম।

গলিয়ারা (দক্ষিণ) বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো: মিজানুর রহমান জানান, সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে৷এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১৯২৷ ভোটার উপস্থিতি আশানূরূপ৷ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে৷ আইনশৃংখলা বাহীনির লোকজন উপস্থিত রয়েছে৷ ২ ঘন্টার মধ্যে ১২% ভোট কাস্ট হয়েছে৷ বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষ হবে৷

ads

দুটি ইউনিয়নের ১৮টি ভোট কেন্দ্রের মধ্যে জংগলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি ছাড়া অন্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে৷ এই কেন্দ্রটিতে দৃর্বিত্তরা ৮টি ককটেলের বিষ্পোরণ ঘটায়৷ ১৫মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল৷ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ১৫মিনিটের মধ্যে ভোট গ্রহণ শুরু হয়৷ ভোট গ্রহণের সময় বিশৃংখলার দায়ে ১জন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে৷

উল্লেখ্য কুমিল্লা জেলায় ৩টি ইউনিয়ন পরিষদে ভোট প্রহণ হওয়ার কথা থাকলেও দুইটি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হচ্ছে৷ কুমল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের উপনির্বাচনে তিনজন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী মহিউদ্দিন মিঠু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার স্বতন্ত্র প্রার্থী আবু জাবেদ চৌধুরী জুয়েল ও একে আজাদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন৷ ওই ইউনিয়নের চেয়ারম্যান ময়নাল হোসেন মনিরের আকস্মিক মৃত্যুর পর তার ছেলে শিল্পপতি মহিউদ্দিন মিঠুকে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়। আজ ৩০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আলতাফ হোসেন জানান, তিনজন বৈধ প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় এখন একমাত্র প্রার্থী মহিউদ্দিন মিঠুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়েছে।

ad

পাঠকের মতামত